"বিদ্যাসাগর সন্ধানে": তথ্যচিত্র: রাজ ব্যানার্জী

 "বিদ্যাসাগর সন্ধানে"

 





আজ (২৬.০৯.২০২০) বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী পূর্তির দিনে আমার তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য ছিল আমার নবনির্মিত তথ্যচিত্র "বিদ্যাসাগর সন্ধানে" এর প্রদর্শন। আজ দুপুর ৩.০০ টের সময় শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রাঙ্গণে, বিদ্যাসাগরের স্বহস্তে রোপিত কার্মাটাড়ের হিমসাগর আম গাছের চারা, যা উক্ত বিদ্যালয়ে অত্যন্ত যত্ন সহকারে পরিচর্যিত হচ্ছে সেই রোকেয়া স্মৃতি তরুতে এবং ভাগলপুর প্রেরিত আমীর হোসেন চৌধুরী স্মৃতি তরুমূলে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে এক ইতিহাস সৃষ্টিকারী অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা পাপিয়া নাগ। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের কৃতি ছাত্রী সম্প্রীতি চৌধুরী। স্বাগত ভাষণ দেন পাপিয়া নাগ। এরপর আমার তৈরি তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, শক্তি মন্ডল, রণজিত্ মন্ডল, বিমান বসু, কমলেন্দু ধর, ডাক্তার শংকর কুমার নাথ, ডাক্তার মমতাজ সংঘমিতা, হেমেন্দুবিকাশ চৌধুরী, কৃতিশ্বর ভৌমিক, সুস্বাগত বন্দ্যোপাধ্যায়, মধুশ্রী চৌধুরী, শতাব্দী দাস, প্রমুখ বিদগ্ধ গুণীজন। জাতীয় সংগীতের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রতিবেদন – রাজ ব্যানার্জী, ফেসবুক পেজ

No comments:

Post a Comment

বর্ণপরিচয়