দ্বিশত জন্মবর্ষে স্মরণ : সজল গুহ

 দ্বিশত জন্মবর্ষে স্মরণ

বিধবা বিবাহের প্রবর্তক বিদ্যাসাগর তুমি,

দ্বিশত জন্মবর্ষে তোমার চরণ চুমি।

অশিক্ষা,কু সন্সকার থেকে করেছিলে সমাজ মুক্ত,

রানী রাসমণি ও অন্তরা করেছিল তোমার হাত শক্ত।

অন্যায়ের কাছে নোয়াওনি কখনো মাথা,

কীর্তি তোমার রয়েছে ইতিহাসে গাঁথা।

দিয়েছো এনে সমাজে অনেক সন্মান,

অকৃতজ্ঞ মোরা, তোমায় কেবলি করি অপমান।

----- ধন্যবাদ সহ সজল কুমার গুহ শিলিগুড়ি।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়