ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী অনুষ্ঠান: বিহার বাঙ্গালী সমিতির বরারী শাখা

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী অনুষ্ঠান

বিহার বাঙ্গালী সমিতির বরারী শাখা

 







২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৫.০০টায় বিহার বাঙ্গালী সমিতির বরারী শাখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশতজন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করে। অনুষ্ঠানে শাখা সদস্য, নিঃশুল্ক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা ও কয়েকজন আমন্ত্রিত অতিথি সহ কেন্দ্রীয় সহ সচিব শ্রী তাপস ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুগ্ম-সচিব তাপস ঘোষ এবং নিঃশুল্ক বিদ্যালয় শিক্ষিকা সবিতা রাজবংশি দ্বারা দ্বীপ প্রজ্বলন করা হয়। বিশিষ্ট অতিথি শ্রী দীপক মন্ডল (রংমহোৎসব উদ্যোক্তা), শাখা সচিব শ্রী দুলাল কিশোর সরকার ও শাখা সভাপতি শ্রী তরুণ ঘোষ যৌথ রূপে বিদ্যাসাগরের চিত্রে মাল্যদান করেন। সকল সদস্য এবং উপস্থিত বিশিষ্ট জন বিদ্যাসাগর মহাশয়ের চিত্রে পূষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনেকে বিদ্যাসাগরের বিষয়ে বক্তব্য রাখেন। ছাত্র-ছাত্রীরা বিদ্যাসাগর রচিত কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠান পরিচালনা ক্রমে শাখার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ভাগলপুর শহরে বিদ্যাসাগরের প্রতিমা স্থাপন হওয়া উচিত। এই বিষয়ে শাখার সভাপতিকে DM মহাশয়কে অনুরোধ জানিয়ে আবেদন করতে বলা হয়। সভাপতি মহাশয় দ্বায়িত্ব নিয়ে দুই-একদিনের মধ্যে আবেদন করার প্রতিশ্রুতি দেয়। অনুষ্ঠানে অশোক চন্দ্র সরকার, অসীম কুমার পাল, হরে রাম রাজবংশি, সুব্রত মালাকার, সুনিতা, প্রিয়াঙ্কা, শোভনা, সুভশ্রী, গৌরী, গৌরব, সৌরভ বিশেষ রূপে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রচন্ড বৃষ্টির কারণে বহু আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হতে না পারায় ফোনে দুঃখ প্রকাশ করেন।

তরুণ ঘোষ, বরারী শাখা

অত্যন্ত আনন্দের সাথে জানাই বিদ্যাসাগর দ্বিশতবার্ষিক জন্ম জয়ন্তীর উষ্ম অভিনন্দন। বিদ্যাসাগর বাঙ্গালীর সম্বল। তাঁকে স্মরণ করার সৌভাগ্য লাভ করে নিজেদের জীবন ধন্য মনে করছি।

খুব খুশির বিষয়, ভাগলপুরে বিভিন্ন জায়গায় বিদ্যাসাগর দ্বিশতবার্ষিক জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক গণ ও বাঙ্গালী শিক্ষিত বর্গের বিশিষ্ট জন সম্মিলিত রুপে বিদ্যাসাগর দ্বিশতবার্ষিক জন্ম জয়ন্তী পালন করেন। সমিতির বরারী শাখার শাখা-সদস্য গণ, সমিতির নিঃশুল্ক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ছাত্রীরা এবং বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে বিদ্যাসাগর দ্বিশতবার্ষিক জন্ম জয়ন্তী পালন করেন। বক্তারা তাঁর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ছাত্র ছাত্রীরা কবিতা আবৃত্তি করে। ভীষণ বৃষ্টিতেও অনুষ্ঠানে নজর কাড়ানো উপস্থিতি দেখা গেছে। এইরূপ অনুষ্ঠান আয়োজন অক্ষুণ্ণ অব্যাহত থাকলে জাতীর সাংস্কৃতি সবল হতে থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ধন্যবাদ ।

তাপস ঘোষ, জোন - ২, ভাগলপুর 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়