মহান কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈলচিত্রের উন্মোচন

 

মহান কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈলচিত্রের উন্মোচন


ভাগলপুরের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি হল গত ১০ই সেপ্টেম্বর, ২০২০ ভাগলপুর স্টেশন প্রাঙ্গণে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ‘ভাষা কৃষ্টির মিলন মেলা’ এবং ‘বিহার বাঙালি সমিতি’ বরারী এবং চম্পানগর শাখা যুগ্মভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ভাগলপুর স্টেশন প্রাঙ্গণে বাতানুকুল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রতীক্ষালয়ে মহান কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি তৈলচিত্রের উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন সাহিত্যিক শ্রী শিব কুমার সিংহানিয়া এবং শিক্ষাবিদ শ্রী রাজীব কান্ত মিশ্র মহাশয়গণের দ্বারা দীপ প্রজ্জ্বলন ও মাল্যদান করে আরম্ভ করা হয়। উপস্থিত সদস্যদের মধ্যে ভারতীয় রেলের পদকর্তারা, ভাষা কৃষ্টির মিলন মেলা তরফ থেকে মহাসচিব শ্রী দেবাশীষ ব্যানার্জি এবং কনভেনার শ্রী তাপস ঘোষ শ্রী তাপস ঘোষ বিহার বাঙালি সমিতির যুগ্ম সম্পাদক বরারী  শাখার তরফ থেকে প্রেসিডেন্ট তরুণ ঘোষ, চম্পানগর শাখার তরফ থেকে শ্রী সুব্রত আচার্য্য, শ্রীমতি মনিকা আচার্য্য, শ্রী কালিদাস চ্যাটার্জী এবং শ্রীমতি কাকলি ব্যানার্জি এবং শ্রী সুবোধ কুমার ভৌমিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নিকট আত্মীয় শ্রী শান্তনু গাঙ্গুলী, ভাগলপুর রং মহোৎসব  সমিতির তরফ থেকে শ্রী দীপক মন্ডল, ছাত্র ইউনিয়নের প্রতিনিধি শ্রী রওশন কুমার এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আজকের অনুষ্ঠানের সম্মিলিতভাবে নির্ণয় নেওয়া হয় যে আগামী কয়েকদিনের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি প্রস্থরশিলা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের প্রারম্ভিক স্থানে এবং দ্বিতীয়টি পথের শেষ প্রান্তে বসানো হবে।

খুব শীঘ্রই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মর মূর্তির স্থাপন ভাগলপুর স্টেশন প্রাঙ্গণে করা হবে যার অনুমতি ডি. আর. এম, মালদা কাছ থেকে আগেই নেওয়া হয়েছে


তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় যে বাঙালি টোলা, মসাকচক এর কাছে একটি ভব্য শরৎ দুয়ার স্থাপনা করা হবে যার এন.ও.সি, ভাগলপুর মিউনিসিপ্যালিটি থেকে আগেই নেওয়া হয়েছে এবং একটি প্রস্থরশিলা স্থাপনা সেই সময় কার ডি.এম ও স্থানীয় পার্ষদ দ্বারা স্থাপন করা হয়।

শ্রী তাপস ঘোষ মহাশয় এর অক্লান্ত পরিশ্রমে তার বহুদিনের স্বপ্ন আজকে বাস্তবে পরিণত হলো।

 প্রতিবেদন - সুবোধ কুমার ভৌমিক, সহ সভাপতি, জোন - ২

1 comment:

  1. অত্যন্ত গর্বিত । সমিতির বরারী শাখা,চম্পানগর শাখা ও ভাষা কৃষ্টির মিলন মেলা সত্যিই বঙ্গ সংস্কৃতিকে জনমানসের দৃষ্টি পটলে তুলে ধরার দৃষ্টান্ত গড়তে সকৃয়। অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা ও অভিনন্দন ।

    ReplyDelete

বর্ণপরিচয়