দুমকার জেলা প্রশাসন বাংলা ভাষার পরিসংখ্যান লোপাট করেছে

 দুমকার জেলা প্রশাসন বাংলা ভাষার পরিসংখ্যান লোপাট করেছে

 

দুমকা : বিধানসভা উপ নির্বাচনে দুমকা জেলার ভাষা পরিসংখ্যান নিয়ে জেলা প্রশাসনের ভাষার রাজনীতি নিয়ে রাজ্যের একটি ভাষা সংগঠন সোচ্চার হয়েছে। জেলার জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র নিজের প্রোফাইলে দুমকার ভাষা হিন্দি ও সাঁতালি দেখান হয়েছে। জেলার সংখ্যা গরিষ্ঠ জনগন বাঙালি ও বাংলা ভাষী। জামা, জারমুন্ডি, রামগড়, সরয়াহাট ব্লকের গ্রামাঞ্চলে খোরটা প্রধান ভাষা। রাজ্য মন্ত্রী মণ্ডলের ২০১১ র বৈঠকে বাংলা, সাঁতালি ও খোরটা ভাষা’কে দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। নভেম্বর ২০১১ ঝাড়খন্ড গেজেটে ঐ নোটিফিকেশন টি প্রকাশ করা হয়েছে। এন আই সির রিপোর্টে দুমকা জেলার সূচনা প্রকাশ করে বাংলা ও খোরটা ভাষার উল্লেখ না করে ওই জাতি গোষ্ঠীর অপমান করা হয়েছে । ১৯৩২ সালের অন্তিম সার্ভে রেকর্ডে জেলার বিভিন্ন মৌজার নকশা ও পর্চা বাংলা ভাষায়। এখনো রেজিস্ট্রি অফিসে বাংলা ভাষায় দলিল লেখা চালু আছে। জেলা প্রশাসন উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলা ভাষার পরিসংখ্যান লোপাট করেছে। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতির স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় উপ নির্বাচনের দিন ধার্য হওয়ার অনেক আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কাছে এন আই সির রিপোর্টে বাংলা ভাষা’কে অন্তর্ভুক্ত করার দাবী করেছে। তবে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দলের হেভিওয়েট বাঙালি নেতারা মুখে কুলুপ এঁটে বসে আছেন।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়