ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশতবর্ষ জয়ন্তী পালন
ফরবেশগঞ্জ শাখা
০২.১০.২০২০, আজ সন্ধ্যায় সমিতির সক্রিয় সদস্য শ্রী সুব্রত কুন্ডুর বাড়ির প্রাঙ্গণের মনোরম পরিবেশে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মজয়ন্তী ও পুষ্পাঞ্জলি সভার আয়োজন করা হয়। সেন্ট্রাল কমিটির সহ সচিব শ্রী প্রণব দাশের নেতৃত্বে আয়োজিত ধূপ-দীপ সমন্বিত ভাবপুর্ণ অনুষ্ঠানে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করা হয় ও উপস্থিতজনের দ্বারা পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সভায়
শ্রী গোপাল নন্দী, শ্রী রতন সেন, শ্রী
অলোক সেনগুপ্ত, শ্রী সোমেন্দ্র কুন্ডু, সুশ্রী অন্তরা কুন্ডু, শুশ্রী অনুষ্কা কুন্ডু ও শ্রী
রাজীব ব্যানার্জী উপস্থিত ছিলেন।
প্রতিবেদন - প্রণব দাশ, সহ সচিব, জোন – ৩, সেন্ট্রাল কমিটি।
No comments:
Post a Comment