নন্দনকানন
অনেক মানুষ, নন্দনকাননে আসতে চাইছেন, পুণ্যভূমি দর্শন এর জন্য, বিশেষ করে ২০১ তম জন্ম বার্ষিকী সময়ে। অনেকেই আগ্রহী, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য আমরা তাদের এসে থাকতে বলতে পারছিনা, যেটা ভীষণ দুঃখ জনক। কিন্তু আশা করি পরিস্থিতি ঠিক হবার পর প্রচুর মানুষ আসবেন।
শ্রীমতি প্রীতি সরকার কলকাতা থেকে
এসেছেন ওনার বয়স ৭৬ বছর, সাথে ছিলেন শ্রীমতী স্বাতী সরকার, শ্রীমতী মীনা সরখেল এবং শ্রী সৌমিত্র সরকার, সহ-সভাপতি নন্দন কানন পরিচালন
সমিতি, শ্রীমতী প্রীতি সরকার এর দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হওয়ায়
উনি খুশী হয়েছেন। বিদ্যাসাগর এর এই পবিত্র ভূমিতে এসে উনি শ্রদ্ধা অর্পণ করেন।
প্রতিবেদন – দেবাশীষ মিশ্র
No comments:
Post a Comment