পপুলার ক্লাব: দুমকা
দুমকা, সাঁতাল পরগনা বিভাগের বাঙালিদের গৌরব পপুলার ক্লাব। রবিবার (৪.১০.২০২০) ক্লাবের বৈঠকে সমিতির পুনর্গঠন করা হল। ক্লাবের পূর্ব অধ্যক্ষ বিমল ভূষণ গুহর অধ্যক্ষতায় আয়োজিত বৈঠকে ঝাড়খন্ড বাঙালি সমিতির দুমকা শাখার উপদেষ্টা ও জেলা পরিষদের অবসর প্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার স্বপন দে মহাশয়কে ক্লাবের অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে বিমল বাবু’কে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। মোস্তাক আলী ওরফে খোকনদা ও সমীর কর্মকার উপাধ্যক্ষ, রাখি সেনগুপ্ত সচিব, সমীর কুমার দাস ও সুমন কুমার নন্দী যুগ্মসচিব এবং সুব্রত সিনহা কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সেই সঙ্গে ১৬ জন সদস্যের কার্যনির্বাহী সমিতি গঠন করে ওই সমিতিতে প্রদীপ কুমার ব্যানার্জি, ত্রিলোক চক্রবর্তী, সোমনাথ দে, বিশ্বজিৎ চ্যাটার্জি, উদয় নন্দী, প্রবীর সেনগুপ্ত, শুভেন্দু চক্রবর্তী, দেবদাস রায়, অমিত দে, আবির কুমার পাল, জয় চক্রবর্তী, অভিজিৎ দত্ত, সুব্রত দাসগুপ্ত, দেবশংকর দে, পার্থসারথি মুখার্জি ও চন্দ্র নাথ মুখার্জি মহাশয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংরেজ শাসনের সময় দুমকার অফিসার ক্লাবে দেশীয়দের প্রবেশ নিষেধ ছিল। বিহার রাজ্য গঠনের পূর্বে সাঁতাল পরগনা জেলার বাঙালি বুদ্ধিজীবীরা এখানে পপুলার ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্লাবের পক্ষ থেকে এখানে বাংলা যাত্রা ও অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হত। নুতন কমিটি ক্লাব কে ঢেলে সাজানোর সঙ্গে আগের মত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এবার নুতন কমিটির দায়িত্বে যুবকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিবেদন
– গৌতম চট্টোপাধ্যায়, দুমকা
No comments:
Post a Comment