রক্তদান: শ্রী শঙ্কর দাস


গত ১৩.৪.২০২১শে বিহার বাঙালি সমিতি, পূর্ণিয়া শাখার সদস্য শ্রী শঙ্কর দাস  (বেলোরী ) থ্যালাসেমিয়া রোগে গ্রস্ত ব্রজেস ঠাকুর (সিফাহী টোলা) কে o+ রক্ত দিয়েছেন। শ্রী ব্রজেস ঠাকুরের স্বাস্থ্য কামনা করি এবং শংকর দাস'কে সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মানবিক কাজের জন্য।




প্রতিবেদন - নারায়ণ চন্দ্র দাস

                   রক্তদানের জন্য শ্রী শংকর দাসকে কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

সুনির্মল দাশ, সাধারণ সম্পাদক

No comments:

Post a Comment

বর্ণপরিচয়