খেলার সামগ্রী বিতরণ: বিহার বাঙালি সমিতি, পূর্ণিয়া শাখা

গতকাল (১৫.৩.২০২১) বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখা দ্বারা  D.S.C গ্রাউন্ডে :- সিটি ক্রিকেট ক্লাব এর সদস্যদের কে Sports Goods (খেলার সামগ্রী) বিতরণ করা হয়। সমিতির রাজ্য সহ-সভাপতি- অচিন্ত্য বোস,মিঠুন দাস, সজল দাস এবং হরিদাস নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই উদ্যোগকে সফল করার জন্য সহযোগিতা করেছেন - সর্বশ্রী রাজা দাস, অভিজিৎ দত্ত, মীনাক্ষী সিন্হা,  ববি দাস, প্রসেনজিৎ দাস, তপন কুমার দাস, নারায়ন চন্দ্র দাস, গৌরব দাস, শংকর দাস এবং রাহুল দাস। সমিতির পক্ষ থেকে সকল সদস্যদের ধন্যবাদ জানাই।







প্রতিবেদন - নারায়ণ চন্দ্র দাস

1 comment:

  1. সকল উদ্যোগেই সক্রিয়তা।

    ReplyDelete

বর্ণপরিচয়