কবিতা দিবস উপলক্ষে এই কবিতাটি আমি পোস্ট করলাম♣️
শিরোনাম----তবু মনে পরে
********
কলমে ---শঙ্খ শুভ্র চক্রবর্তী
হঠাৎ আকাশের বুকে মেঘ তার কালো পরদা টেনে দিয়েছিলো l
পুরানো গ্রামোফোনটা বেজে চলছিলো এক ভাবে l
বাইরের আবহাওয়া আর কর্দমা লিপ্ত পথ সেদিন খুবই অচেনা লাগছিলো,
বুকের ভেতরে চলছিলো
এলোপাথাড়ি যন্ত্রণার ঝড় l
থেকে থেকে চমকে উঠেছিলাম
মেঘের গুরু গর্জ্জনে l
উঠোনের এক কোনে বেড়ে ওঠা পলাশের গাছটা যেন নিঃশব্দে বিদ্রুপ করে চলছিলো,
সামনের নুইয়ে পরা
শিউলি গাছটার দিকে তাকিয়ে l
গ্রামোফোনটা কখন যে বাজতে বাজতে থেমে গিয়েছিলো,
পুরানো স্মৃতির অতল তোলে ডুবে থাকা আমি বাস্তবের কঠীন দেওয়াল টপকে আসতে পারি নি l
বৃষ্টির রেশ মনে হয় বেড়েছে,,
হয়তো সারারাত ধরে পরবে অঝোরে l
আজ তোমার কথা খুব মনে পড়ছিলো,
আজ তুমি যদি থাকতে গ্রামোফোনটা হয়তো নিজের থেকে বন্দো হয়ে যেতো না l
শিউলি ফুলের গাছটা
অবহেলায় নুইয়ে পরতো না l
ঝরে পরা বৃষ্টির জলের প্রত্যেকটা বিন্দু
হৃদয় মাঝে আনতো জোয়ার,
তোমার গানের সুরে সুরে l//
==================
হঠাৎ দেখা ! হারিয়ে ছন্দের সাথে ।
ReplyDeleteজানালার বাইরেই ছিল দাঁড়িয়ে ।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻