দুমকা , অবসর প্রাপ্ত শিক্ষিকা আরতি কাহেলি শনিবার মারা গেলেন । ঝাড়খন্ড রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস শিক্ষক সংঘ ভবনে শোক সভা আয়োজন করে উনার আত্মার শান্তি কামনা করা হয় ।দুমকা শহর সংলগ্ন মধ্য বিদ্যালয় কুরুয়া তে উনি দীর্ঘদিন শিক্ষকতা করেন । ২০১৬ সালে অবসর নেওয়ার পর শিক্ষক সংঘের মহিলা সংগঠনের দায়িত্বে ছিলেন ।বাঙালি অধ্যুষিত কুরুয়া গ্রামের ছাত্র ছাত্রী দের মধ্যে উনি ছাপ ছেড়ে গেছেন ।
Subscribe to:
Post Comments (Atom)
-
(১) আজ আমার রিক দাদাভাইয়ের বিয়ে। সারাবাড়িটা যেন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সবাই আজ কত খুশি! নতুন বৌমণি ঘরে আসবে বলে কথা। আমার দাদাভাইটাকেও...
-
অবুঝ মন *** কলমে ---- শঙ্খ শুভ্র চক্রবর্তী শান্ত আমার হূদয় আজি ,ক্লান্তী আমার চোখে , আঁধার এসে কখন যেন ভীড় করেছে মনে | কালো রাতের সিঁড়ি ব...
-
সত্ত্বা ======== কলমে -- শঙ্খ শুভ্র চক্রবর্তী আমিও তাদেরই একজন আমার এ হৃদয় জুড়ে, তরঙ্গে তরঙ্গ ছোটে, মেঘেতে লুকাইলো চাঁদ l আমারো হৃদয় ...
No comments:
Post a Comment