আলোচনাসভা: বিষয় - "বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তার উত্তরোত্তর সংকট : প্রতিরোধ আন্দোলন কীভাবে?"

 আগামী ১৯ এপ্রিল বেলা ১-৩০টা থেকে ৫ -০০টা পর্যন্ত চিনারপার্ক-এ সমিতির কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আগ্রহী যে কেউ এই সভায় যোগ দিতে পারেন। আলোচ্য বিষয় - "বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তার উত্তরোত্তর সংকট : প্রতিরোধ আন্দোলন কীভাবে?"

বক্তা: ভাষা আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা, কেশব মুখোপাধ্যায়।

যথাসময়ে আগ্রহীরা এই আলোচনায় যোগ দিন। কে কে আসছেন, ফোনে বা হোয়াটসঅ্যাপে ১৮ এপ্রিলের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীকে জানান। সভার দিন যথাসময়ে আসুন।।

আলোচনা সভার খসড়া অনুষ্ঠানসূচি-

-সভাপতি : রণজিৎ মণ্ডল

-উদ্বোধন সঙ্গীত : দেবাশিস মণ্ডল

-ফুল ও সমিতির প্রকাশনা দিয়ে বক্তাকে বরণ : মীনাক্ষী মল্লিক ও রাজ ব্যানার্জি

-বক্তব্য : কেশব মুখোপাধ্যায়

-প্রশ্নোত্তর

-কবিতা :প্রণব ভৌমিক

-পরবর্তী পদক্ষেপ : শক্তি মণ্ডল

-সভাপতির বক্তব্য

-সমবেত সমাপ্তি সঙ্গীত : পরিচালনা দেবাশিস মণ্ডল

-সভাশেষে হালকা টিফিন ও চা।।


- শক্তি মণ্ডল,  সভাপতি,সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি

No comments:

Post a Comment

বর্ণপরিচয়