ঝাড়খন্ড বাঙালি সমিতি, পাকুড় শাখা

দুমকা, পাকুড় ও সাহেবগঞ্জ জেলার হিন্দু বাঙালিরা প্রাচীন কাল থেকে পশ্চিম বঙ্গের জঙ্গিপুর থানার এলাকায় দাহ সংস্কার করে ।করোনা সংক্রমণের ভয়াবহতার কথা মাথায় রেখে ওই রাজ্যের জেলা শাসক ও স্থানীয় সাধারণ মানুষ ঝাড়খণ্ডের শব ঐ রাজ্যে প্রবেশ করতে দিচ্ছেনা । ১৯১১ সালে পশ্চিম বঙ্গ কে টুকরো করে বিহার কে স্বতন্ত্র রাজ্য ঘোষণা করার ১১০ বছর পরেও এখান কার সাধারণ মানুষ ধূলিয়ানে দাহ সংস্কার করে ।

মানিক দেব, পাকুড়


ঝাড়খন্ড বাঙালি সমিতি, পাকুড় শাখার সচিব মানিক চন্দ্র দেব এই বিকট পরিস্থিতির বিষয়টি পাকুড়ের ডেপুটি কমিশনার এর কাছে তুলে ধরে পাকুড় জেলায় দাহ স্থল চিহ্নিত করে নদী ও পুকুরের দাহ স্থল কে সার্বজনীন স্থল ঘোষণা করার দাবি করেছেন ।


প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায় । 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়