নববর্ষে : শ্যামল কুমার মন্ডল

 নববর্ষে

শ্যামল কুমার মন্ডল


এ নববর্ষে নেই কো হর্ষে

আমজনতার দল

আশা নিরাশার দোলাচলে মন

অস্থির চঞ্চল।


বাঁচার স্বপন রাজকুমারের

শিয়রে মরণ কাঠি

মায়ের মুখের হাসিটা কেড়েছে

ভায়ে ভায়ে লাঠালাঠি।


রাজনীতি হলো নীতিহীন

হীন ধর্ম-মুখোশধারী

আসলটা ঢেকে সুদ তুলতেই

ব্যস্ত যে কারবারি।


বিবেকের ঘরে তালাচাবি তাই

যৌবন ওঠে নিলামে

যাক না দু-দশ বছর ফালতু

কিনে নেবে কম দামে।


শূন্য পশরা হাট থেকে ফেরে

হল-বলরাম চাষি

মেলে নি ন্যায্যদামের দাবিটা

চাষি- বউ উপবাসী।


মহামারিতেই চাকরি গিয়েছে

পরিযায়ী পরিচয়

দেশের মানুষে বিদেশী তকমা

নীরবে কান্না বয়।


ছাত্রজীবনে অশনির ছায়া

অনিশ্চিতের বাজ

ক্ষণে ক্ষণে হানে নিষ্ঠুরাঘাত

স্বস্তি দেয় না আজ।


শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, জীবন

অন্ধকারের তীরে

এরই মাঝে আসে নতুন বছর

তমসার বুক চিরে।


আনুক সে আজ সকলের মনে

নির্ভরতার আলো

আঁধার ভাঙার গান-গাওয়া পাখি

বাসবোই তাকে ভালো।

1 comment:

  1. সমসাময়িক বিষয়ের ওপর সাবলীল ছন্দে কবিতাটি
    অনবদ‍্য।

    ReplyDelete

বর্ণপরিচয়