রাজা রামমোহন রায়

 আজ ২২শে মে, ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকীতে শ্রদ্ধাবনত চিত্তে তাকে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম।


ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের 

যে সামঝংকার দিক্ বিদিক্ করেছিল মুখরিত, তার মর্মে ছিল বাঙালীর সাধনা। এই সময়ে যে সব বাঙালী মনীষীউজ্জ্বল নক্ষত্রে উজ্জ্বলিত হয়েছিল দেশ বিদেশের চতুর্দিক সে সব উজ্জ্বল নক্ষত্রের অন্যতম উজ্জ্বল সমুজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজা 

রামমোহন রায়।  ২২ মে তারিখে তাঁর জন্মদিন। 

এই নবজাগরণের অগ্রদূত,  প্রবন্ধকার, সমাজসংস্কারক, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা,  সতীপ্রথা বিলুপ্তিকরণে বিখ্যাত, প্রথম বিদেশযাত্রী অগাথ পাণ্ডিত্যে পণ্ডিত ও প্রতিভাধর রাজা রামমোহন রায়কে সশ্রদ্ধ প্রণাম জানাই।

তপন রায়, ধানবাদ

2 comments:

  1. রাজা রামমোহন রায় এই নামটির মধ‍্যেই যেন একটি সামাজিক সংস্কার লুকিয়ে রয়েছে। কই আমরা আজ পর্জন্ত সেই সমস্ত সংস্কার গুলি উপভোগ করছি কিন্তু আমার মনে হয় আমাদেরও তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা কর্তব‍্য।

    ReplyDelete
  2. রাজা রামমোহন, তুমি না থাকলে বলি যেত কত
    কচি কচি তাজা প্রান। তোমায় জানাই প্রণাম

    ReplyDelete

বর্ণপরিচয়