প্রয়াত কমল দাস

 "শোক  সংবাদ "

          মুজঃফরপুর

এই সমাজে তোমার স্মৃতি 

                 আজও অম্লান,

অনেক কীর্তি  বাড়ায়েছে

                  আমাদের মান

আকস্মিক বজ্রপাতের মতই নিদারুণ ভাবে আমাদের বাঙ্গালী  সমাজকে আঘাত করল শ্রী কমল দাসের (পুচকি) মৃত্যু (২৮-৫-২০২১)।



আমরা মূহ‍্যমান। আমরা বিহ্বল। আমরা শোকস্তব্ধ। শ্রী কমল দাসের আকস্মিক ও অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমাদের শ্রী কমল পালাপার্বনে,সভা সমিতিতে ও বিভিন্ন সামাজিক কাজে সবসময় অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকতেন। হরিসভা দুর্গাপূজো সমিতি ও বীণাকনসার্ট ক্লাবের সাথে ওতপ্রোতভাবে লীন হয়ে যাওয়া সম্পর্ক অত‍্যন্ত মাধুয‍্যপূর্ণ ও ঘটনাবহুল।

       ১৯৭২ সালে "শিশুভারতী সংস্থার"হয়ে "স্ফুলিঙ্গ"ও মুকুট নাটকে অভিনয় করেছিলেন। মুকুট নাটকটি মুজঃফরপুর ও পাটনায় রবীন্দ্রভবনে উচ্চ প্রশংসিত হয়েছিল।

    আমাদের কাছে এই আকস্মিক শোক ব‍্যক্ত করার মত কোন ভাষাই যথেষ্ট নয়। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সীমাহীন সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি ও ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা যে পরলোকে তাঁর বিদেহী আত্মা পরম শান্তি লাভ করুক।

প্রতিবেদন - শুভাশীষ বোস

1 comment:

  1. পুচকির অকালমৃত্যুর সংবাদে আমরা স্তব্ধ বাকরুদ্ধ, ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি 🙏

    ReplyDelete

বর্ণপরিচয়