রক্তদান শিবিরের পুরস্কার : বিহার বাঙালি সমিতি, ভাগলপুর শাখা

 আজ JLNMCH,BHAGALPUR (blood bank) এর তরফ থেকে  বিহার বাঙালি সমিতি কে 2020 সালে শহরে একটি রক্তদান শিবিরে সব থেকে বেশি রক্তদান করাবার জন্য প্রথম পুরস্কার আর দ্বিতীয় পুরস্কার এক বছরের সব থেকে বেশি রক্তদান করাবার জন্য দেওয়া হয়। এর সাথে আমাদের দুই সদস্য শ্রী উত্তম দেবনাথ ও শ্রী নিরুপম কান্তি পাল কে মোটিভেশন কাজের জন্য পুরস্কৃত করা হয়। যা আমাদের জন্য খুব  গর্বের বিষয়। সমিতি গত ৮বছর থেকে সব থেকে বড় রক্তদান শিবিরের পুরস্কার গ্রহণ করে আসছে। এই পুরস্কারের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন । আপনাদের সহযোগিতা না পেলে সম্ভব হত না।












জয়জিৎ ঘোষ, সম্পাদক, বিহার বাঙালি সমিতি, ভাগলপুর শাখা

2 comments:

  1. এ বছর কতগুলো রক্তদান শিবির সংগঠিত হয়েছে।তার খবর পেলাম না।
    মানস বন্দ্যোপাধ্যায়,রহড়া,পশ্চিমবঙ্গ।

    ReplyDelete
  2. রক্তদানের জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
    মানস বন্দ্যোপাধ্যায়,রহড়া,পশ্চিমবঙ্গ

    ReplyDelete

বর্ণপরিচয়