"রাষ্ট্র নির্মাণ মঞ্চ" র নেতৃত্বে দেবজ্যোতি মুখার্জি

 

"রাষ্ট্র নির্মাণ মঞ্চ" র নেতৃত্বে দেবজ্যোতি মুখার্জি


স্বনামধন্য শিক্ষাবিদ লাইফ স্কিল ট্রেনার ও এন্ট্রাপ্রিনিউরশিপ প্রশিক্ষক প্রফেসর ডক্টর দেবজ্যোতি মুখার্জির হাতে এখন রাষ্ট্র নির্মাণ মঞ্চের নেতৃত্ব। তিনি দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলবেন এক নতুন ভারত - সুসম্পন্ন ভারত, বিকশিত ভারত আর সর্বোপরি সুসংস্কৃত ভারত। রাষ্ট্র নির্মাণ মঞ্চ পঞ্চম উদ্যোগিক ক্রান্তি আনার জন্য বদ্ধ পরিকর। দেশে মাত্র ১৭ জন লোকের কাছে মোট জাতীয় সম্পদের ৭৯ শতাংশ কি করে থাকতে পারে! তার মানে এখানে ক্রান্তি এসে পৌঁছাতে পারেনি। মঞ্চ ২০ মিলিয়ন নতুন শিল্প আর ৫০ মিলিয়ন নতুন রোজগার সৃজন করবে। দেশে ছোট-বড় ৮০০০ টি নগর স্থাপন করা হবে। ইতিমধ্যে মঞ্চ ৫০০ টির ওপর দ্রব্য নির্দিষ্ট করেছে যা রপ্তানি করা হবে সমগ্র  বিশ্বে। দেশের বর্তমান অর্থ ব্যবস্থাকে ২.৬ ট্রিলিয়ান মার্কিন ডলার থেকে ১০ ট্রিলিয়নের লক্ষ্যে পৌঁছোনোই হল মুখ্য উদ্দেশ্য।

এই বিশাল কাজের নেতৃত্ব পাওয়া সন্মানের তো বটেই তার সঙ্গে সঙ্গে গর্বেরও। অবশ্য দেবজ্যোতি এর আগেও বহুবার বহু গুরুভার হাসতে হাসতে অতি কুশলতার সঙ্গে সাফল্যমণ্ডিত করেছেন। আগের বছর তার ডাক পড়েছিল উত্তাল জম্মু-কাশ্মীর এ। বন্ড সাইন করে গিয়ে দেবজ্যোতি কাশ্মীরী যুবক যুবতীদের সমাজের মূখ্য ধারায় ফিরিয়ে আনাতে এক বিশাল নজির স্থাপন করেছিলেন। সারা দেশ জুড়ে সেই ঘটনা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়ে ছিল।

বিহার বাঙালি সমিতি দেবজ্যোতি’র সাফল্য কামনা করছে ও বঙ্গ সমাজের মুখ উজ্জ্বল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে।

প্রতিবেদন – গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

 আপনার এই সংগঠনের ওয়েবসাইট https://www.nbfin.org  বিস্তারিত বিবরণী পাবেন।

1 comment:

বর্ণপরিচয়