পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে: রঙ্গীন ক্রোড়পত্র: আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর ২০২০ আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে একটি রঙ্গীন ক্রোড়পত্র প্রকাশিত হতে যাচ্ছে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও। সদস্যসদস্যা ও শুভানুধ্যায়ীদের থেকে দশ/ বার লাইনের কবিতা আহ্বান করা হচ্ছে আগামী ১০/৯/২০২০ মধ্যে এই নং এ (৯৬৭৯২১৩০১৫ বা sjlguha@gmail.com) পাঠাবেন দয়া করে, আশাকরি সহযোগিতা পাব।

কবিতার মধ্যেই ফুটে উঠুক তাঁর নানা কর্মকাণ্ড পরিচালনা

1 comment:

  1. খুব ভালো উদ্যোগ. আমি এই উদ্যোগকে সর্বান্তঃকরণে সমর্থন করি ۔

    ReplyDelete

বর্ণপরিচয়